অতীত


যদি অতীতে ফিরে যাওয়া যেত । সবাই হয়তো প্রেমিক বা প্রেমিকার সাথে সাথে ভূল বোঝাবুঝি ঠিক করে নিতো । কিন্তু আমি অতীতে গেলে চলে যেতাম সেই কম্পিউটারে ভাইস সিটি (vice city) গেমস খেলার দিনগুলোতে ।  যেখানে ছিলোনা কোনো পড়ালেখার চাপ,ছিলোনা কোনো মানসিক চাপ । শুধু ছিলো কিবোর্ডে দ্রুত লেখার প্রতিযোগিতা Nuttertuls বা Panzer ।   আমার অতীতে গেমস ছাড়া আর কিছু দেখতে পাই না,যা দেখতে পাই তা বিছানায় প্রশ্রাব বা প্রাইমারির দিনগুলি । যেখানে ছেলে বন্ধু ও মেয়ে বন্ধুদের সাথে একসাথে বউছি বা গোল্লাছুট খেলা হতো । তখন ছিলোনা কোনো ছেলে মেয়ের ভেদাভেদ । বর্তমানে তো মেয়ে বন্ধুদের ডাক তেও ভয় হয়,এই বুঝি মেরে দিলো থাপ্পর । তাই আমি লাজুক ।  কারণ আমি থাপ্পর খেতে চাই নাহ ।

ফেসবুকে আমি

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ