বাল্যকালের বন্ধু মুক্তিবোদ্ধা আসিফ



 ছোট থাকতে আমার এক বন্ধু ছিলো। নাম আসিফ হইলেও আমরা মূলত ওকে মুক্তিবোদ্ধা আসিফ বলে ডাকতাম। 


ক্লাসে পড়া না পারায় স্যার ওরে মুরগি হইতে বলায় ওর বাবা মুক্তিযোদ্ধা বইলা স্যারকে হুমকি দিয়ে মুরগি হওয়ার সাথে সাথে নিতম্বে অসংখ্য পিডা খেয়েছিলো। 


গত কালকে বাজারে যাইতে দেখি রাস্তার পাশে ছোট খাটো একটা হট্টগোল। ইকটু এগিয়ে যাইতেই শুনলাম চোখে চশমা পড়া এক ভদ্রলোক নিজেকে ডাক্তার পরিচয় দিতেছে তার বাবা নাকি মুক্তিযোদ্ধা তাই নাকি সে কলা'র দাম দিবে না। এইটা বলায় জনগন তাকে পিডাচ্ছে।


ইকটু ভালো করে খেয়াল করতেই বুঝলাম এই আমার সেই বাল্যকালের বন্ধু মুক্তিবোদ্ধা আসিফ। বড় হইলেও ছোট বেলার অভ্যাসটা এখনো যায় নাই। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ