কবিতাঃ হচ্ছেটা কি!



সবুজ সরল পথ, আকাশ ছাড়িয়ে,
উড়ে যেতে চায় মন, সব কিছু হারিয়ে।
লাফালাফি জনহীন, পথদিকে তাকিয়ে,
হটাৎ করে আবার, সবকিছু হারিয়ে।

নদী ডুব, ডুব নদী, পানি খাবো ঝর্নার,
লাফ দিবো ব্যাঙ হয়ে, নাই কারো ধর্নার।
সাতার কাটি, কাটে সারাদিন রাতভর,
সর্দি লাগলে পরে, আগুনে ঝাপদৌড়।

সারারাত মাথার ভেতর, কে যেনো বলে যায়!
রাত হলে কত আশা, কত কিছু মনে চায়,
বন্ধি হয়ে যেনো, প্রাণ খানি গেলো গেলো,
আমার সেই দিনগুলো, কি ছিলো, কি হলো!

বড় হই, আর কতো! সব কিছু হলো শেষ,
বন্ধি হয়ে ভাবি, "এই আছি, এই বেশ!"

কবিঃ মোঃ মোস্তাফিজুর রহমান

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ