কবিতাঃ পলায়ন



আমি হারাবো, 
খুঁজে পাবে নাকো পাহাড়, সমুদ্র,নীলাচল,
আমি হারাবো শুন্য করে মহাতল।

ধ্বংস করে আমার কণা, 
হারাবো আমি জগৎ ছেড়ে, মুক্ত হয়ে
শুন্য করে মহাতলে।

ছিন্ন করে, সকল বাধা, 
মুক্ত আমি, হারবো আমি মহাতল।
খুজে নাকো আমায়, পাবে নাকো, 
ধ্বংস হয়ে, ধ্বংস করে, হারাবো আমি জগৎ ছেড়ে।

মায়া মায়া, কত মায়া হায়হায় করে প্রাণ আনচান,
যাবো চলিয়া তখন করিয়া হবে কি কোনো লাভখান?
কষ্ট নিয়া, বেদনা নিয়া, দুঃখে ভরা হৃদয়ে চলে রক্তক্ষরণ
কেউ কি দেখিলো ডাকিয়া কভু, "কি চলিতেছে তোমার মন?"

দেখিলে দেখুক, না দেখিলে নাই, কার কি আসে যায়
আমার পথে আমি হারাবো, যা ইচ্ছা আমার মন চায়।

কবিঃ মোঃ মোস্তাফিজুর রহমান


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ